দীর্ঘ অপেক্ষার পর “আমরাই লিখি আমাদের গল্প’ শিরোনামে “বাতিঘর” সিরিজের বইটি প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ।
ছোট্ট বন্ধুদের মনে উকি ঝুকি দেয়া ভাবনা গল্প আকারে বের করার জন্য চড়ুই পাবলিকেশন আয়োজন করে ছোটদের গল্প লিখন প্রতিযোগিতা। আর আমরা পাই অভাবনীয় সাড়া। সেসব গল্প থেকে বাছাইকৃত গল্পসমূহ এই বইতে প্রকাশ পেয়েছে। ছোটদের মধ্যে লুকিয়ে আছে কত সুপ্ত প্রতিভা, তা তাদের গল্পে সহজেই অনুমেয়।
“বাতিঘর” সিরিজের এটিই প্রথম বই, এতে বিভিন্ন রকমের গল্পের সমারহ থাকায়; সব ধরনের পাঠকের মনে আনন্দের খোরাক পাবে ইন শা আল্লাহ। আর আশা করা যায় ছোটরা আরো বেশি গল্প লিখার অনুপ্রেরণা খুঁজে পাবে।
Reviews
There are no reviews yet.